কুল্লু নাফসিন জাইকাতুল মাউত কোন সুরা ( দেখে নিন)

কুরআনের যতগুলো আয়াত রয়েছে প্রায় প্রত্যেকটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। এরই মধ্যে থেকে অন্যতম একটি আয়াতের একটি অংশ হল, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। এখন প্রশ্ন হল, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত কোন সুরা?

অর্থাৎ এই আয়াতের যে অংশবিশ রয়েছে সেই অংশবিশিটি কোন সূরায় এবং কত নং আয়াতে রয়েছে সেই সম্পর্কিত তথ্য অনেকেই সংগ্রহ করে নিতে চান। এবং আপনি এখান থেকে এই সম্পর্কে বিস্তারিত সংগ্রহ করে নিতে পারবেন।

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত কোন সুরা?

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ বাংলা উচ্চারণ: ‘কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত’ অর্থ: ‘প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু ‘ (সূরা: আলে ইমরান, আয়াত: ১৮৫)।

আপনি যদি সূরা আল ইমরানের ১৮৫ নং আয়াতের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন সূরা আল ইমরানের ১৮৫ নং আয়াতের পরিপূর্ণ অংশটি হলো:

Ali ‘Imran ( 3 : 185 )
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَـٰعُ ٱلْغُرُورِ
প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে এবং ক্বিয়ামাতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হল এবং জান্নাতে দাখিল করা হল, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হল, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়।

এছাড়াও, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত এই অংশটি সূরা আনকাবুতে বিদ্যমান রয়েছে। সূরা আনকাবুতের ৫৭ নং আয়াতে রয়েছে, এই শব্দগুলো।

Al-‘Ankabut ( 29 : 57 )
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।

সেজন্য আশা করা যায়, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত কোন সূরা বিদ্যমান রয়েছে, এই সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিতে পেরেছেন।

Also Read: অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করার সকল নিয়ম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top