অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট যাচাই করার নিয়ম

আপনি যদি অনলাইনের মাধ্যমে খুব সহজেই বিমানের টিকেট যাচাই করে নিতে চান, তাহলে সেটি কিভাবে করতে পারবেন সেই সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন এখান থেকে জেনে নিতে পারবেন। 

অর্থাৎ অনলাইনে আপনি যে টিকেট কেটেছেন, সেই টিকেট কাটার পরে, সেটি আসলেই কি কনফার্ম হয়েছে কিংবা আপনার ফ্লাইটের ডেট দেখে নেয়ার জন্য আপনি চাইলে সেটি যাচাই করে নেয়ার চিন্তা ভাবনা করতে পারেন। সে ক্ষেত্রে অনলাইন এর মাধ্যমে সেটি কিভাবে খুব সহজেই যাচাই করতে পারবেন সেই সম্পর্কে তথ্য এখানে তুলে ধরা হবে। 

অনলাইনে টিকেট যাচাই করতে কি কি তথ্য লাগে? 

অনলাইনে মাধ্যমে আপনি যদি বিমানে টিকেট যাচাই করে নিতে চান তাহলে আপনার কাছে কিছু ইনফরমেশনের প্রয়োজন হবে৷ এই সমস্ত ইনফরমেশন ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই সেটি যাচাই করে নিতে পারবেন। 

বিমানের টিকেট যাচাই করে নেয়ার জন্য যে সমস্ত ইনফরমেশন এর প্রয়োজন হবে সেগুলো হলো: 

  • আপনার নামের শেষ অংশ অর্থাৎ Last name/ SURNAME ।
  • PNR number/ Reservation code 

এখানে একটি শব্দের সাথে হয়তো আপনি পরিচিত নয় আর সেটি হল, PNR number/ Reservation code. এটি নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই।  এটি হলো এমন একটি নাম্বার যা আপনি যখন বিমানের টিকেট কাটবেন তখন দেয়া হবে। 

অর্থাৎ, আপনি যে বিমানের টিকিট কেটেছেন, সেটি কনফার্ম হওয়ার জন্য আপনাকে এই নাম্বারটি দেয়া হয়। এবং এই নাম্বার ব্যবহার করার মাধ্যমে আপনি সহজে যেই বিমানের টিকেট আপনি কেটেছেন সেই বিমানের টিকেট যাচাই করতে পারেন। 

এবার যখনই আপনি এই সমস্ত তথ্য সংগ্রহ করে নেবেন কিংবা এই সমস্ত তথ্য যখন আপনার কাছে থাকবে তখন আপনি সহজেই অনলাইন এর মাধ্যমে বিমানের টিকেট যাচাই করার ধাপে চলে যেতে পারবেন। 

অনলাইনে মাধ্যমে বিমানের টিকেট যাচাই করার নিয়ম

আপনি যদি অনলাইনে মাধ্যমে বিমানের টিকেট যাচাই করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে চলে যেতে হবে৷ 

যখনই আপনি উপরে উল্লেখিত ওয়েবসাইটে ভিজিট করবেন তারপরে আপনি এই পেজটিতে চেক করে নেয়ার মত একটি বাটন দেখতে পারবেন। এই আইকনের উপরে ক্লিক করতে হবে। নিম্নে স্ক্রিনশটে দেখানো হলো কোন আইকনের উপরে আপনি ক্লিক করবেন। 

অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট যাচাই করার নিয়ম

ছবিতে দেখানো মার্ক করা যেই আইকনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। 

ইনফরমেশন দিয়ে বক্স ফিলআপ করা

এবার দ্বিতীয় ধাপ অর্থাৎ সবচেয়ে প্রধান একটি ধাপে আপনি চলে আসবেন। যার মাধ্যমে আপনি এই  কাজটি সম্পন্ন করবেন। 

এবার আপনাকে পূর্বে বর্ণিত যে সমস্ত ইনফরমেশন এর কথা বলা হয়েছে সেই সমস্ত ইন্টারন্যাশনাল দিয়ে বক্স ফিলাপ করতে হবে। 

আপনি এখানে সর্বমোট দুইটি অপশন দেখতে পারবেন এর মধ্যে একটি অপশন হল আপনি পিএনআর অপশন ব্যবহার করার মাধ্যমে টিকেট চেক করতে পারবেন এবং অন্যটি হলো টিকেট কাটার সময় আপনি যে টিকিট নাম্বার পেয়েছেন, সেই টিকেট নাম্বার ব্যবহার করার মাধ্যমে অনলাইনে টিকেট যাচাই করতে পারবেন। 

এবার আপনি যে অপশনটি ব্যবহার করতে সাচ্ছন্দ্যবোধ করেন, সেই অপশনটির উপরে ক্লিক করুন৷ যেহেতু আমরা আর্টিকেলে পিএনআর সম্পর্কে আলোচনা করেছি সেজন্য আমরা পিএনআর ব্যবহার করব। 

  • PNR / RESERVATION CODE: এখানে থাকা প্রথম অপশনটির উপরে ক্লিক করার পরে আপনার অনলাইনে টিকিট কাটার পরে যেই পিএনআর নাম্বার ছিল সেটি, ভালোভাবে বসিয়ে দিন। 
  • Last Name: যে নাম ব্যবহার করার মাধ্যমে আপনি টিকেট বুকিং করেছেন সেই নামের শেষের যে পার্ট রয়েছে সেটা এখানে বসিয়ে দিন। এটিও আপনি অনলাইনে টিকেট কাটার পরে যে রিসিট পেয়েছেন, সেটির মধ্যে পেয়ে যাবেন। 
অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট যাচাই করার নিয়ম

এবং তারপরে একদম সর্বশেষে সার্চ বাটনের উপরে ক্লিক করে দিতে হবে। 

যখনই আপনি সার্চ বাটনের পরে ক্লিক করে দিবেন তারপরে আপনার দেয়া প্রত্যেকটি তথ্য যদি সঠিক থেকে থাকে তাহলে এখানে আপনি আপনার বিমানে টিকেট সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। 

আর উপরে লিখিত উপায় আপনি চাইলে খুব সহজেই অনলাইনে মাধ্যমে বিমানের টিকেট যাচাই করতে পারবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top