দোয়া কুনুত এর ফজিলত – দোয়া কুনুত অর্থসহ

দোয়া কুনুত হিসেবে যে অসাধারণ দোয়া বিদ্যমান রয়েছে সেই দোয়ার বিভিন্ন রকমের ফজিলত বিদ্যমান রয়েছে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে প্রমাণিত এই দোয়াটির বিভিন্ন রকমের ফজিলত বিদ্যমান রয়েছে এবং এখান থেকে আলোচনা করা হবে, দোয়া কুনুত এর ফজিলত সংক্রান্ত তথ্য।

আপনি যদি দোয়া কুনুত পাঠ করেন, তাহলে দোয়া কুনুত পাঠ করার ক্ষেত্রে আপনি যেই ফজিলত পেতে পারেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

তাহলে আর দেরি না করে এখনই জেনে নেয়া যাক, দোয়া কুনুত এর ফজিলত হিসেবে যে সমস্ত ফজিলত এবং বরকত বিদ্যমান রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য।

দোয়া কুনুত এর ফজিলত

মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করার জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কর্তৃক, প্রমাণিত বিভিন্ন অসাধারণ দোয়া বিদ্যমান রয়েছে।

এবং এই সমস্ত দোয়া এর মধ্যে থেকে অন্যতম একটি দোয়ায় নাম হল দোয়া কুনুত। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, দোয়া কুনুত এর ফজিলত হিসাবে দোয়া কুনুতের অসাধারণ অর্থ বিদ্যমান রয়েছে যার বদৌলতে এটা বুঝা যায় যে এই দুয়ার মর্ম কতটুক।

তাহলে আর দেরি না করে এখনই নিচে থেকে জেনে নিন দোয়া কুনুত এর ফজিলত সংক্রান্ত তথ্য:

মুসলিমের উপর যখনই কোন বিপদ আসতো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দোয়া কুনুত পাঠ করতেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বাহ-৬৯৬৫)

এই হাদিস থেকে বুঝা যায় যে এই দোয়া কতটা ফজিলত এবং বরকত বিদ্যমান রয়েছে। অর্থাৎ মুসলমানের উপর যখনই কোন বিপদ আসন্ন থাকে তখন নবী সাল্লাল্লাহু আলাই সালাম এই দোয়াটি পাঠ করতেন।

সেজন্য আমাদের উচিত যখন আমরা কোন বিপদে পতিত হবে তখন আমরা যাতে এই দোয়াটি গভীর মননে পাঠ করি। এবং এই দোয়া এর যে অর্থ বিদ্যমান রয়েছে সেই অর্থটি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করে এই দোয়াটি পাঠ করলে নিশ্চয়ই আল্লাহ আমাদের বালা-মুসিবত দূর করে দিবেন।

এছাড়াও মহান আল্লাহ তা’আলা নামাজের অভ্যন্তরে দোয়া কবুল করেন। সেজন্য যে জায়গায় এই দোয়াটি পাঠ করা যায় সেই জায়গায় এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আমরা দোয়া চাইতে পারি।

তাই যেহেতু এই দোয়াটি বিতরের সালাতে পড়া হয় সেজন্য আমরা চাইলে, বিতরের সালাতে এই দোয়াটি উচ্চারণ ও বাংলা অর্থ বুঝে পড়লে নিশ্চয়ই আল্লাহ অগণিত ফজিলত নির্ধারণ করবেন।

দোয়া কুনুত বাংলা অর্থসহ

এবার আপনি যদি দোয়া কুনুত বাংলা অর্থ সহ সংগ্রহ করে নিতে চান তাহলে সেটি নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন। এবং যখনই আপনি এই দোয়া কুনুত অর্থসহ সংগ্রহ করে নিবেন, তখন আপনি দোয়া কুনুত এর ফজিলত উপলব্ধি করতে পারবেন।

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’ বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক।

দোয়া কুনুতের অর্থ:
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই কাছে ক্ষমা চাই, তোমারই প্রতি ইমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত।

আশা করি, দোয়া কুনুতের ফজিলত এবং কারো সাথে দোয়া কুনুত অর্থসহ সংগ্রহ করে নিতে পেরেছেন।

Also Read: রিয়া মনি নামের অর্থ কি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top