১ ভরি সমান কত গ্রাম অর্থাৎ আপনার কাছে যদি এক ভরি বা তারচেয়ে বেশি স্বর্ণ থাকে সেইক্ষেত্রে আপনার কাছে কত গ্রাম স্বর্ণ আছে? অথবা আপনার কাছে যদি ১ কেজি বা তারচেয়ে কম স্বর্ণ থাকে সেইক্ষেত্রেও তার বিপরীত প্রশ্নে অর্থাৎ ১ কেজি স্বর্ণে কত ভরি হতে পারে।
এই সকল প্রশ্নের উত্তরে আপনাকে জেনে নিতে হবে ১ ভরি সমান কত গ্রাম স্বর্ণ হবে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপে ১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম পরিমাপ করা হয়।
আজকের এই নিবন্ধন থেকে স্বর্ণের সকল একক এবং প্রকারভেদ সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
১ ভরি সমান কত গ্রাম
১ ভরি সমান কত গ্রাম এই প্রশ্নের উত্তরে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন ১ কেজি স্বর্ণে কত ভরি হয়। অর্থাৎ আপনার কাছে যদি ১ ভরি স্বর্ণ থাকে সেইক্ষেত্রে ১ ভরি সমান কত গ্রাম স্বর্ণ হয় তা জানার মাধ্যমে আপনি বলে দিতে পারবেন ১ কেজি স্বর্ণ সমান কত ভরি হবে।
বিষয়টা সহজভাবে যদি বলি, আপনি এক ভরি স্বর্ণ বা ১১.৬৬৪ গ্রাম এই সংখ্যাটি দিয়ে ১০০০ এই সংখ্যাটিকে ভাগ করে নেন তাহলে আপনি খুব সহজে জেনে নিবেন ১ কেজি স্বর্ণ সমান কত ভরি।
অর্থাৎ এই সংখ্যাগুলো ভাগকরে নিলে দ্বারা ১ কেজি স্বর্ণ সমান ৮৫ ভরি থেকে বেশকিছুটা বেশি।
স্বর্ণ পরিমাপের একক সমূহ
| একক সমূহ | পরিমাণ(গ্রাম অনুযায়ী) |
| ভরি | ১১.৬৬৪ গ্রাম |
| তুলা | ১১.৬৬৩ গ্রাম |
| আনা | ০.৭২৯ গ্রাম |
| রতি | ০.১২১৫ গ্রাম |
| চাওয়াল | ০.০৬৪৮ গ্রাম |
| ক্যারেট | বিশুদ্ধতার একক |
| কিলোগ্রাম | ১০০০ গ্রাম |
| মিলিগ্রাম | ০.০০১ গ্রাম |
| ট্রয় আউন্স | ৩১.১০৩৫ গ্রাম |
স্বর্ণের বিশুদ্ধতার একক ও পরিমাণ
১ ভরি সমান কত গ্রাম এই প্রশ্নের উত্তরে অনেক সময় এইরকম প্রশ্ন জাগে ১ ভরি স্বর্ণে কি পরিমাণ বিশুদ্ধ স্বর্ণ রয়েছে? তা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যদি আপনার জানা থাকে আপনার কাছে থাকা স্বর্ণটি কত ক্যারেটের। অর্থাৎ স্বর্ণের বিশুদ্ধতা ভিত্তি করে স্বর্ণকে বিভিন্ন ক্যারেটে ভাগ করা হয়।
| স্বর্ণের প্রকার | স্বর্ণের পরিমাণ | খাদ বা ধাতু |
| ২৪ ক্যারেট | সম্পূর্ণ অংশ | ০০ অংশ |
| ২২ ক্যারেট | ২২ অংশ | ২ অংশ |
| ২০ ক্যারেট | ২০ অংশ | ৪ অংশ |
| ১৮ ক্যারেট | ১৮ অংশ | ৬ অংশ |
| ১৪ ক্যারেট | ১৪ অংশ | ১০ অংশ |
| ১০ ক্যারেট | ১০ অংশ | ১৪ অংশ |
উদাহরণস্বরূপ বিষয়টি আরো সহজ ভাবে বলতে হলে ২৪ ক্যারেট এর কোনো স্বর্ণালঙ্কারে কোনো প্রকার ধাতু মিশ্রণ করা হয় না। তবে ২২ ক্যারেটে এর কোনো স্বর্ণালঙ্কারে তার ২৪ অংশের ২ অংশ ধাতব মিশ্রণ করা হয়।
এরকম ভাবে স্বর্ণের ক্যারেট নির্বাচন করার হয় স্বর্ণালংকারের কত অংশ ধাতব মিশ্রণ করা হয়েছে তার উপর ভিত্তি করে।
আরো জানুন: আজকের স্বর্ণের দাম


