ইতালি ভিসা আবেদন ফরম 2025 ডাউনলোড করার মাধ্যমে ইতালি আবেদন করার নিয়ম কি?অর্থাৎ আপনি কিভাবে ইতালি ভিসার জন্য আবেদন করবেন।
ফরম ডাউনলোড থেকে আবেদন অব্দি যে সকল কাজ আপনাকে করে নিতে হবে তার প্রতিটি ধাপ এখান থেকে যেনে নিতে পারবেন।
আর দেরি না করে সম্পর্ণ আর্টিকেল-টি পড়ে জেনে নিন ইতালি ভিসা আবেদন ফরম 2025 ডাউনলোড করার মাধ্যমে কিভাবে ইতালি ভিসার জন্য আবেদন করবেন।
ইতালি ভিসা আবেদন ফরম 2025
ভিসা আবেদন এর প্রথম কাজ হল ভিসা আবেদন ফরম ডাউনলোড করা। তাই খুব সহজে ইতালি ভিসা আবেদন ফরম 2025 ডাউনলোড করার জন্য, নিচে দেয়া লিংকে ক্লিক করুন।
ইতালি আবেদন করার নিয়ম
আপনি ফরম ডাউনলোড করার মাধ্যমে ইতালি দূতাবাস কর্তৃক যে কোনো এম্বাসি থেকে ইতালি ভিসার জন্য আবেদন করে নিতে পারবেন। অন্যতায় আপনি যদি চান অনলাইনে নিজে থেকে ফরম পূরণ করে আপনার ইতালি আবেদন করার কার্য সম্পর্ণ করে নিবেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু ধাপ পারি দিতে হবে।
আপনি নিচের ধাপ সমূহ পারি দেয়ার মাধ্যমে খুব সহজে নিজে থেকে ইতালি ফরম পূরণ করার মাধ্যমে ইতালি ভিসার জন্য আবেদন করে নিতে পারবেন।
ধাপ-১: ইতালি ভিসা আবেদন করার জন্য প্রথমে ইতালি দূতাবাস কর্তৃক যে ভিসা পোর্টাল রয়েছে সেখানে প্রবেশ করার জন্য নিচে দেয়া প্রবেশ বাটনে ক্লিক করুন।
আপনি প্রবেশ বাটনে ক্লিক করার মাধ্যমে ভিসা পোর্টালে প্রবেশ করার পর সেখান থেকে Apply now বাটনে ক্লিক করুন।

ধাপ-২: Apply now বাটন-এ ক্লিক করার পরবর্তীতে যে পেজ ওপেন হবে সেখান থেকে আপনার ভিসা টেপ সিলেক্ট করুন।

ভিসা টেপ নির্বাচন করার পর সেখানে Overview নামে একটি অপশন চালু হবে। সেখানে ক্লিক করার মাধ্যমে সেখান থেকে Downloadforms নামে এই অপশনটিতে ক্লিক করে ফেলুন।

ধাপ-৩: Downloadforms এই অপশনে ক্লিক করার পর সেখানে Downloads Forms এই লেখাটির নিচে তিনটি লাইন দেখতে পাবেন।

সেখান থেকে Online application form click here এই লেখাটির উপর ক্লিক করুন।
ধাপ-৪: Online application form click here লেখাটিতে ক্লিক করার পর স্ক্রিনশটে প্রদর্শিত vai al modulo এই অপশনে ক্লিক করুন।

আপনি যখন vai al modulo অপশনটি-তে ক্লিক করে ফেলবেন তখন সেখানে অনলাইন ইতালি ভিসা আবেদন ফরম 2025 তা দেখতে পাবেন।
এখন আপনি চাইলে তা অনলাইনে পূরণ করে পিন্ট বের করে জমা দেয়ার মাধ্যমে আপনার ইতালি ভিসা আবেদন এর কার্য সম্পূর্ণ করে নিতে পারেন।
আরো জানুন: পুলিশ ক্লিয়ারেন্স হেল্পলাইন নাম্বার ও হেডকোয়ার্টার


